যদি এই আন্দোলন সফল না হয় তাহলে বাংলাদেশ শেখ হাসিনার ও গুন্ডা বাহিনি ছাত্রলীগে কাছে জব্দ হয়ে থাকবো
যদি এই আন্দোলন সফল না হয় তাহলে বাংলাদেশ শেখ হাসিনার ও গুন্ডা বাহিনি ছাত্রলীগের কাছে জব্দ হয়ে থাকবো সারাজীবন
যদি এই আন্দোলন সফল না হয় তাহলে আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিক প্রতিটা পেশার মানুষ বাংলাদেশ শেখ হাসিনার কাছে জব্দ হয়ে থাকবো।
কারণ আমাদের প্রজন্ম কখনো আমাদের পরিবারকে সিকিউরিটি দিতে পারবেনা এবং আমাদের পরের প্রজন্ম আমাদেরকে দোষারোপ করবে। কারণ এই সরকার আমাদের পরিবার এবং দেশের সিকিউরিটি সিস্টেম টা পুরোপুরি শেষ করে দিছে, যদি আজ আমরা এই আন্দোলনে সফল না হয় তাহলে আমাদের পরিবারের বোন ভাই প্রতিটা সদস্য বাহিরে গিয়ে কোনভাবেই স্বাধীন মত চলাফেরা করতে পারবেনা।বা যদি কোন সমস্যায় পড়ে তাহলে এটার সমাধান আমরা করতে পারবোনা, কারণ স্বৈরাচারী এবং এ সরকারের আমলে তাদের গুন্ডাবাহি দল যেটাই করবে সেটাই আমাদের এবং আমাদের পরিবারকে এবং আমাদের সাধারণ জনগণকে মানতে হবে, কারণ আমাদের প্রশাসন ও আমাদের আইন কোনভাবেই নিরপেক্ষভাবে কাজ করে না তাদের কাছে বাংলাদেশ প্রশাসন সরকার যেটা বলবে সেটাই তারা করবে। তাই আমাদের বোন বা ভাগ্নি বা ফ্যামিলির কেউ সদস্য যদি বাংলাদেশ ছাত্রলীগ বা অন্যান্য কোন বড় নেতা দ্বারা নির্যাতিত বা নিপীড়ন হয় সেটার বিচার কখনো পাবো না বা তা নিয়ে কথা বলতে গেলে উল্টো আমাদের বাসাতে এসে হুমকি এবং মারধর করবে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের ফ্যামিলির কাউকে গুম করে ফেলবে এমন একটা অবস্থা বাংলাদেশ চলছে এবং সামনে দিয়ে এটা পুরোপুরি আরো বড় আকার ধারণ করবে। এখন আমাদের দেশের আইন আদালত সবকিছুই সরকার শেখ হাসিনার কোথায় চলতাছে উনি যেটা বলেন সেটাই রায় শুনানি হয় শুধুমাত্র জনগণকে দেখানো এই দেশ সংবিদানে চলতেছে কিন্তু এর কোন কিছুই বাস্তবতায় নেই। তাই আমরা বর্তমানে আমরা ছাত্রসমাজ সব পেশার মানুষ একহয়ে এই আন্দোলনকে সফল করতেই হবে আর না হয় আমরা সবাই এটার জন্য প্রস্তুত হতে হবে যে আমাদের ছেলে মেয়ে পরিবার আত্মীয়-স্বজনের কাছে আমরা অপ্রদস্ত হতে হবে সামনে সামনের দিনগুলোতে খুব একটা আশা করতেছি যে যদি এই আন্দোলন সফল না হয় আমাদের দেশ লিবিয়া আফগানিস্তান অন্যান্য দেশের মতো আত্মঘাতী দেশে পরিণত হবে। তাই আমরা যে যেভাবেই পারি এই আন্দোলনকে সফল করে আমাদের দেশকে বাঁচাতে হবে আমাদের আইন সবগুলোকে নিরপেক্ষ করতে হবে এবং তাকে একটা উন্নয়নমূলক দেশে পরিণত করতে হবে আজকে যারা আওয়ামী লীগ ছাত্রলীগের বড় ভাইয়েরা আছেন যারা ক্ষমতায় আছেন মনে রাখবেন আপনাদের ছেরে দেয়ার সময় আসবে আপনারাই সরে যাবেন। আপনাদের অন্য কেউ নেতৃত্ব দিবে তখন আপনাদের অবস্থানও নেমে আসবে সবাই বাংলাদেশ সংসদে যেতে পারবেন না সবাইকে নিয়ে শেখ হাসিনা ফ্যামিলি করতে পারবে না। হাসিনা সময়ে সময় ভিত্তিক মানুষদেরকে নিয়ে কাজে লাগাবে যখন আপনার সময় শেষ হয়ে যাবে আপনার নিজেরও ফ্যামিলি তখন ইনসিকিউরড ফিল করবে তখন আপনিও এটা নিয়ে আমাদের মত খুব বেশি আফসোস করবেন ক্ষমতা সবার সমান থাকে না পরিবর্তন আসে আমি এটা বলতে চাচ্ছি না যে আন্য কোন দল আসবে আমি এটা বলতে চাচ্ছি আপনার নিজেদের মাঝেই এক সময় আপনার ক্ষমতা চলে যাবে তখন আপনার ফ্যামিলি ও আপনার কাছে বা আপনার দলের কাছে ইনসিকিউরড ফিল করবে তারা সিকিউরিটি পাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন দেশটাকে বাঁচান যে সরকার এতোটুকু সাধারণ ছাত্র ছাত্রীদেরকে মেরে ফেলতে ভাবতেছেনা এই সরকার আপনি বাচেন না মরেন কিছু যায় আসে না, আপনার কথা ভাববে না আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিন ভালো থাকুন আল্লাহ হাফেজ
Power thakle manush nijere ki j mone kore...
ReplyDeleteYes killer Hasina
ReplyDelete