"লং মার্চ টু ঢাকা" কি হতে চলেছে!!!

 "লং মার্চ টু ঢাকা" কি হতে চলেছে!!!



*আমার সোনার বাংলাদেশ আজ বিশাল এক রণক্ষেত্র। শিক্ষার্থীদের রক্তে ভেজা রাজপথগুলোতে রক্তঝরা যেনো কমছেই না বরং বেড়ে চলেছে দিনের পর দিন।পরিবার হারাচ্ছে তাদের প্রাণপ্রিয় সন্তানদের এর দেশ হারাচ্ছে একেকটা মেধাবী মুখ। এইরকম আর কতদিন চলবে? অধিকার দাবিবকরলে কেনো প্রাণ যাবে?কেনো পুলিশ রাবার বুলেট,গুলি,, টিয়ারশেল ছুড়ে মারবে শিক্ষার্থীদের ওপর? বিশ্বের কোন আইন শিক্ষার্থীদের গুলি করার আদেশ দেয়?কোন সরকার শিক্ষার্থীদের রক্ত দিয়ে নিজের ক্ষমতা ধরে রাখতে চায়? এমন স্বৈরাচারী সরকার যে শিক্ষার্থীদের দাবি জানার পর তাদের আগে গুলি করে হত্যা করেছে,পরে বিচার চাওয়ায় আরও ঝরিয়েছে শিক্ষার্থীদের রক্ত।মিথ্যার উপর মিথ্যা দিয়ে গ্রেফতার করেছে মাসুম শিক্ষার্থীদের!এমন সরকারের পতন চায় পুরো ছাত্র সমাজসহ দেশের সকল সাধারণ জনতা।এমন খুনি সরকার চায় না বর্তমান শিক্ষাসমাজ।


সারাদেশব্যাপী ১ দফা দাবি গর্জে উঠেছে তা হলো বর্তমান শেখ হাসিনার সরকারের পদত্যাগ।সারা দেশজুড়ে আজ ৪ আগষ্ট ছাত্রজনতা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সকল কর্মসূচিতেই ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে, ছুঁড়েছে টিয়ারশেল,রাবারবুলেট ,যার কারনে সারাদেশে নিহত হয়েছেন প্রায় শতাধিক ছাত্র এবং আহত হয়েছেন প্রচুর ছাত্র। ছাত্রলীগ ও যুবলীগ ও ছাত্রদের উপর অস্ত্র নিয়ে আক্রমন চালায়।যার কারনে নিহত ও আহতের সংখ্যা আজ অনেক। ক্ষমতা না ছেড়ে সরকার এখন ছাত্র জনতাকে নিশ্চিহ্ন করার পথে নেমেছে।এমন স্বৈরাচারী সরকারের পতন চায় পুরো দেশবাসী ।

এই হত্যাকারী, স্বৈরাচারী, ক্ষমতালোভী সরকারের পতন নিশ্চিত করতে আগামীকাল সারাদেশের সবাইকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ।ঢাকা যাত্রার মূল উদ্দেশ্য বঙ্গভবন ঘেরাও করে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো,,সকল জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড বন্ধ করা।এই কর্মসূচি বা অপারেশন এর নাম দেয়া হয়েছে "লং মার্চ টু ঢাকা".আমরা একটি বাংলাদেশ চাই যেখানে আর আবু সাইদ বা মুগ্ধোর প্রাণ হারাতে হবে না।যে বাংলদেশে কোনো শিক্ষার্থীর রক্তে রাজপথ আর রঞ্জিত হবে না।১৯৭১ সালের পর আমরা আবার আমাদের স্বাধীন বাংলাদেশকে স্বৈরাচারী, হত্যাকারী, অত্যাচারী,ক্ষমতালোভী সরকারের হাত থেকে স্বাধীন করতে চাই।

এক দফার পর আর তাদের কোন আদেশ কার্যকর থাকে না। সেজন্য, সন্ধ্যা ছয়টা থেকে ঘোষনা করা কারফিউকে" বাতিল "ঘোষণা করা হলো।


মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো।

হ্যাশট্যাগ একটাই!!

#StepDownHasina✅

#StepDownHasina✅


Comments