প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগ - গ্রেফতার প্রতিমন্ত্রী ।।।

প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগ - গ্রেফতার প্রতিমন্ত্রী ।।।


•••কালো জাদুর কথা আমরা কে না শুনেছি। কারো ক্ষতি করার উদ্দেশ্যে হোক বা কোনো কিছু আদায় করার প্রবল উত্তেজনায় কালো জাদুর নাম আমরা প্রায়ই শুনে থাকি।কালো জাদুর পাল্লায় পড়েছেন এমন অনেকেই আছে।তবে এইবার এই কালোর জাদুর পাল্লায় পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ।





•••এই কালো জাদুর জন্য অভিযুক্ত করা হচ্ছে মালদ্বীপের পরিবেশ,জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমা শামনাজ আলী সালিমকে। গত বৃহস্পতিবার রাজধানীর মালে থেকে এই নারী প্রতিমন্ত্রী সহ আরো তিনজনকে আটক করে পুলিশ । পুলিশ আরও জানায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন জেল হেফাজতে রাখা হবে তাদের।


•••মালদ্বীপে কালো জাদু বা জাদু বিদ্যা কোনো ফৌজদারি অপরাধ নয়। এছাড়া মালদ্বীপের মানুষজন বিশ্বাস করেন কালো জাদুর মাধ্যমে জয় হাসিল করা সম্ভব।তবে ফৌজদারি অপরাধ না হলেও ইসলামিক আইন এর হিসাবে ৬ মাস এর শাস্তি দেওয়া হতে পারে বলে জানায় পুলিশ। মালদ্বীপে এমন কালোজাদুর ঘটনা আগে ও অনেক ঘটেছে বলে জানায় পুলিশ।

Comments