Featured
- Get link
- X
- Other Apps
লজ্জাবতী গাছের লজ্জা পেয়ে নেতিয়ে পড়ার কারণ!!!
লজ্জাবতী গাছের লজ্জা পেয়ে নেতিয়ে পড়ার কারণ!!!
স্পর্শ করলেই লজ্জায় নেতিয়ে পড়ে।এই গাছ নিয়ে ছোটবেলায় আমরা অনেকেই খেলা করেছি,এই অতিমাত্রায় লজ্জা পাওয়া গাছটি হচ্ছে লজ্জাবতী গাছ , যার বৈজ্ঞানিক নাম Mimosa pudica. স্পর্শ করলেই গাছটি মুহূর্তের মধ্যে নেতিয়ে পড়ে যেনো মনে হয় গাছটি খুবই লজ্জা পেয়েছে। লজ্জাবতী গাছের স্পর্শ করার সাথে সাথে নেতিয়ে পড়ার কারণে এই গাছ মানুষের কাছে বহুল জনপ্রিয়। গবেষকরা লজ্জাবতী গাছের নেতিয়ে পড়ার কারণ পর্যবেক্ষণ করেছেন। মূলত এই গাছটি অনেক ভীতু, যার কারনে সে সবসময় সতর্কতা অবলম্বন করে। গাছটিকে স্পর্শ করার সাথে সাথেই নেতিয়ে পড়ার কারণও একপ্রকার প্রতিরক্ষামূলক ব্যবস্থা। বিপদের আভাস পেলে সে নিজেকে কম আকর্ষণীয় করে নিজেকে বাঁচানোর জন্যই এরুপ করে থাকে।
গবেষণায় দেখা গেছে স্পর্শ করলেই লজ্জাবতী গাছের নেতিয়ে পড়া তার প্রতিরক্ষামূলক ব্যবস্থার অন্তর্গত। মূলত "টিগমোনাস্টিক মুভমেন্ট" নামক একটি প্রক্রিয়ায় এটি সংঘটিত হয়। যেখানে গাছটিকে স্পর্শ করার সাথে সাথে পাতার কোষের মধ্যে জল স্থানান্তরিত হয় এবং কোষগুলো সংকুচিত হয়। এতে পাতা দ্রুত ভাঁজ হয়ে যায়।এই প্রতিক্রিয়া মূলত শিকারী প্রাণীদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য। পাতাগুলি ভাঁজ হয়ে গেলে গাছটি ছোট এবং কম আকর্ষণীয় দেখায়, ফলে শিকারীরা সহজে গাছটি চিনতে পারে না বা খেতে চায় না।
টিগমোনাস্টিক প্রক্রিয়া হল উদ্ভিদের একটি নাস্তিক আন্দোলন, যেখানে উদ্ভিদ স্পর্শ বা শারীরিক প্রভাবের কারণে সাড়া দেয়। এই প্রক্রিয়াটি উদ্ভিদের একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া যা উদ্ভিদকে শিকারীদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, লজ্জাবতী গাছের ক্ষেত্রে, যখন এর পাতায় স্পর্শ করা হয়, তখন বিশেষ কিছু কোষে জলের দ্রুত স্থানান্তর ঘটে, যার ফলে পাতাগুলি ভাঁজ হয়ে যায়।এই প্রক্রিয়া মূলত জলের স্থানান্তর ও ক্যালসিয়াম আয়নের প্রবাহ মাত্রা বৃদ্ধির মাধ্যমে ঘটে থাকে, যেখানে ক্যালসিয়াম আয়নের মাত্রা বৃদ্ধি পেয়ে পাতার সংকোচনকে ত্বরান্বিত করে।
Popular Posts
*"শেখ হাসিনার পদত্যাগের পর ড. ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত"*
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment