•মৃত ব্যক্তিকে বিয়ে করা বৈধ ফ্রান্সে!!!
—বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান।পরিবার পরিজনকে সাথে নিয়ে দুটি আত্মার মিলনকেই আমরা বিয়ে বলি,তবে আজ পর্যন্ত আমরা যত বিয়ে দেখেছি, সব জায়গায়ই বিয়ে হয়েছে দুইজন জীবিত মানুষের মধ্যে কিন্তু আজ আমরা জানবো প্রাণহীন মৃত ব্যক্তির বিয়ে নিয়ে যা ফ্রান্সে প্রচলিত।
![]() |
—ফ্রান্স এ এমন একটি আইন আছে যার মাধ্যমে মৃত ব্যক্তিকে বিয়ে করা যেতে পারে এবং সেই বিয়ে আইনগত ভাবে বৈধ বলেও বিবেচিত হয়। ফরাসি সিভিল কোড এর ১৭১ নম্বর ধারা অনুযায়ী ফ্রান্সে নেক্রগামী(Necrogamy) তথা মৃত ব্যক্তিকে বিয়ে করা বৈধ,তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে তা অবশ্যই পূরণ করতে হবে।
—মৃত ব্যক্তিকে বিবাহের ক্ষেত্রে শর্তগুলো হলো:
*রাষ্টপ্রতি দ্বারা অনুমোদন পেতে হবে বিয়ের জন্য।
*মৃত্যুর আগে মৃত ব্যাক্তি বিয়ে করতে চেয়েছিলেন,, তা প্রমাণ করতে হবে।
*মৃত ব্যক্তির পরিবারের মতামত থাকতে হবে।
*প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট জমা দিতে হবে।
*আবেদন করতে হবে এবং প্রসিকিউটর সবকিছু বিবেচনা করে অনুমোদন পেলেই কেবল মৃত ব্যক্তিকে বিয়ে করা বৈধ হবে কোনো জীবিত ব্যক্তির ক্ষেত্রে।
Mora manusher name taile ki bank account o khula jabe?
ReplyDeleteNo it's not possible
Delete