***দক্ষিণ কোরিয়ায় রোবটের আত্মহত্যা !!!
•রোবট আত্মহত্যা করেছে এটা কিভাবে সম্ভব যেখানে এর নিজের কোনো বুদ্ধিমত্তা নেই,আবেগ নেই।এই প্রশ্ন হয়তো আপনাদের সবারই মাথায় আসছে।কিন্তু বিশ্বাস করতে কষ্ট হলেও আসলে এমনটাই ঘটেছে দক্ষিন কোরিয়ার গুমী এলাকায়।
•দক্ষিণ কোরিয়ার নর্থ কিয়ানসন এর গুমী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানায় গুমী কাউন্সিল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানায় গত সপ্তাহে কাউন্সিল ভবনের সিঁড়ি থেকে ২ মিটার নিচে পড়ে নিজেকে সম্পূর্ণ অচল করে দেয় রোবটটি। স্বেচ্ছায় রোবটের এই কান্ডকে আত্মহত্যা নামে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।
•জানা যায় রোবটটি নর্থ কিয়নসন গুমী এলাকায় ,গুমী সিটি কাউন্সিল এ সরকারি কর্মচারী হিসেবে কাজ করত।তার কাজ ছিল নথিপত্র পরিবহন,দর্শনার্থীদের সহায়তা দেয়া, শহর সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার ইত্যাদি।এই একঘেয়ে কাজে বিরক্ত হয়েই হয়তো রোবটের এই আত্মহত্যা,,এরকমটা ও বলছেন অনেকেই। আত্মহত্যার দিন রোবটটিকে একই জায়গায় অনেক সময় থাকতে দেখা যায়,,যা দেখে মনে হচ্ছিল হয়তো কিছু হয়েছে ।তার পরপরই কাজ করতে করতে সিঁড়ি থেকে লাফ দেয় রোবটটি।সাথে সাথেই খন্ড বিখণ্ড হয়ে যায় তার দেহ।
•যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি কোম্পানির তৈরি রোবটটি কেনো এমন করলো তার কারণ এখনো স্পষ্ট ভাবে জানা যায় নি।জানার জন্য রোবটের কিছু অংশ পাঠানো হয়েছে পরীক্ষার জন্য,, শীঘ্রই জানা যাবে এমন করার কারণ কি।।।
Robot o depression e ase amr moto
ReplyDeleteI don't know
Delete