Featured
- Get link
- X
- Other Apps
ভয়ানক রাসেল ভাইপার সাপ।
রাসেল ভাইপার অত্যন্ত ভয়াবহ ও বিপদজনক একটি সাপ,,যা নিমিষেই মানুষের অনেক ক্ষতি করতে সক্ষম,, বর্তমানে বাংলাদেশ এই বিষধর সাপ প্রায় এক পাওয়া যাচ্ছে।পাবনার চরাঞ্চলে প্রায়ই দেখা যাচ্ছে এই রাসেল ভাইপার, আতঙ্কে এলাকাবাসী।শুধু বাংলাদেশ নয় ,এই সাপের উপদ্রব দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে, যেমন,নেপাল,ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার ইত্যাদি।
রাসেল ভাইপার মূলত পাওয়া যায় গ্রামাঞ্চল,শুকনো জমি ,ঘাসের প্রান্তর ইত্যাদিতে।এছাড়া বন্যার কারণেও এখন অনেক জায়গায় দেখা মিলছে এই রাসেল ভাইপার এর।
এটি ১০০ সেন্টিমিটার এর উপরে লম্বা হয়ে থাকে। মূলত ১২০ -১৬০ সেন্টিমিটার এর কাছাকাছি।এটির শরীরের উপর বাদামী বা হলুদ রঙের মধ্যে তিনটি সারি সাদা বা ক্রিম রঙের গোলাকার চিহ্ন থাকে।মূলত ইঁদুর, পাখি এবং অন্যান্য ছোট প্রাণী শিকার করে।
•রাসেল ভাইপারের কামড়ের প্রভাব:
বিষ অত্যন্ত শক্তিশালী এবং হেমোটক্সিক (রক্তের ক্ষতি করে)।কামড়ানোর পর প্রাথমিক লক্ষণগুলি হলো তীব্র ব্যথা, ফোলা, এবং রক্তপাত।বিষক্রিয়ার ফলে রক্তের জমাট বাধা, অভ্যন্তরীণ রক্তপাত, এবং কিডনি বিকল হওয়া পর্যন্ত ঘটতে পারে।
রাসেল ভাইপারের কামড়ানোতে দ্রুত চিকিৎসার প্রয়োজন। কামড়ানোর পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা উচিত, যা অন্তর্ভুক্ত:
~অ্যান্টিভেনম দেওয়া।
~ব্যথানাশক এবং অন্যান্য সহায়ক চিকিৎসা।
রাসেল ভাইপার সাপ সম্পর্কে আরও তথ্য জানার জন্য স্থানীয় প্রাণিবিদ বা সাপ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা যেতে পারে।
Popular Posts
*"শেখ হাসিনার পদত্যাগের পর ড. ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত"*
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment